স্পোর্টসঃ
বিভিন্ন নেতিবাচক কারণে খবরের শিরোনামে থাকেন পেসার শাহাদাত হোসেন।

গৃহকর্মীকে পেটানোর পর জেল খেটেছেন তিনি। এবার মাঠেই সতীর্থকে পেটানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার জাতীয় লিগের খুলনা বিভাগের বিপক্ষে ঢাকার হয়ে খেলার সময়ে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে বল শাইন করে দিতে বলেছিলেন শাহাদাত। কিন্তু অনীহা প্রকাশ করেন সানি। তাই সানিকে চড় ও লাথি মারেন শাহাদাত। এসময় তাকে থামাতে ব্যর্থ হলে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ম্যাচটি থেকে শাহাদাতকে বাদ দেওয়া হয়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর ম্যাচ রেফারি আখতার আহমেদ একটি প্রতিবেদন জমা দেন বিসিবিতে। সেখানে বলা হয়, শাহাদাত যা করেছে এটা ৪ মাত্রার অপরাধ। বড় ধরনের অপরাধ।

এদিকে নিজের দোষ স্বীকার করে শাহাদাত বলেন, এটা সত্যি আমি নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারিনি। তবে সানি আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। যা আমার পক্ষে হজম করা কঠিন ছিল।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily