বিনোদনঃ
২৯ জুলাই দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এবং সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর প্রযোজনায় গভীর সমুদ্রে নির্মিত চলচ্চিত্র ‘হাওয়া’।
চলচ্চিত্রটির প্রধাণ পৃষ্ঠপোষক দেশের স্বনামধন্য মশলার ব্র্যান্ড রাঁধুনী।
মাঝসমুদ্রে বিভিন্ন ঘটনার ঘাতপ্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে ‘হাওয়া’র ট্রেলার ও গান।
সুস্থধারার বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে সিনেমা হলে যাবার আগ্রহের যে জোয়ার সম্প্রতি তৈরি হয়েছে, ‘হাওয়া’ তা আরো এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধা ও অভিজ্ঞ ব্যক্তিত্বরা।
সাধারণ দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহকে আরো বেগবান করতে চলচ্চিত্রটির প্রচারণার উদ্দেশ্যে টিম হাওয়া, সংগীতশিল্পী আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী, তানজির তুহিন এবং ‘মেঘদল’ ব্যান্ডের সদস্যরা ঘুরে ফিরবেন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।
চলচ্চিত্রটির নির্মাণ সংস্থা ফেসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উপস্থিত থাকবেন ‘হাওয়া’ প্রচারণার সাথে সংশ্লিষ্ট প্রচারণা দলটি।
পরের দিন ২৪ জুলাই বেলা ৩টায় এই দলটি উপস্থিত হবে আমেরিকান ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গণে দলটি হাজির হবে ২৫ জুলাই বিকাল ৫টায়। তার পরেরদিন ২৬ জুলাই বিকাল ৫টায় দলটি যাবে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ওপেন স্পেসে।
ক্যাম্পাস প্রচারণার দিনগুলোতে ‘হাওয়া’-র কলাকুশলীরা চলচ্চিত্রটি সম্পর্কিত অনেক গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা তরুণদের সাথে ভাগাভাগি করবেন।
প্রতিটি ক্যাম্পাসেই ‘মেঘদল’ ব্যান্ড, আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী এবং তানজির তুহিনের অংশগ্রহণে থাকছে সংগীত পরিবেশনা।
আরো থাকছে হাওয়া-র সাথে সম্পর্কিত ‘রাঁধুনী’-র কিছু প্রতিযোগিতামূলক প্রচারণা কার্যক্রম। যাতে অংশ নিয়ে দর্শকরা জিতে নিতে পারবেন ‘হাওয়া’-র ফ্রি টিকেট, টিশার্ট ও অফিসিয়াল পোস্টার।
বাংলাদেশে পর ‘হাওয়া’ খূব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে উত্তর আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
এছাড়াও আরো বেশকিছু দেশে মুক্তি দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
‘হাওয়া’-র ট্রেলার এবং গান রিলিজের পর চলচ্চিত্রটি ঘিরে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে তা এই প্রচারণার সময় ক্যাম্পাসগুলোতেও ঢেউ তুলবে বলে অনুমান করা যাচ্ছে।
দর্শকরা চাইলে অনষ্ঠানগুলো ‘হাওয়া’, জাজ মাল্টিমিডিয়া, মেঘদল ও মাছরাঙ্গা টেলিভিশনের ফেসবুক পেইজ থেকেও লাইভ দেখতে পারবেন।
-শিশির