বিনোদনঃ

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। জানা গেছে, তার ক্যানসার এখন তৃতীয় ধাপে আছে। শারীরিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসার জন্য শিগগিরই আমেরিকা যাবেন তিনি।

সঞ্জয় দত্তের কাছের এক বন্ধু বলেন, ‘মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন সঞ্জয় দত্ত। তার সন্তানরা এখনও ছোট। তারা দুবাইতে আছে মায়ের সঙ্গে। এই খবর তাদের জন্য কষ্টের হবে।’

তিনি আরও জানিয়েছেন, সঞ্জয়ের ক্যানসার তৃতীয় ধাপে থাকলেও নিরাময়যোগ্য। তবে চিকিৎসা এখনই শুরু করে দিতে হবে।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার (৮ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঞ্জয় দত্তকে। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। এরপর মঙ্গলবার তিনি চিকিৎসার জন্য কাজে সাময়িক বিরতি নেয়ার কথা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। টাইমস অব ইন্ডিয়া।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily