অনলাইনঃ
ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। বিক্রেতারা তাদের পছন্দমতো হাটের জায়গার দখল নিতে ব্যস্ত। যাতে সহজেই তাদের গরু ক্রেতার নজরে পড়ে। সেইসঙ্গে নেওয়া হচ্ছে শেষ সময়ে পশুর বাড়তি যত্ন।
এবার রাজধানীর দুই সিটি করপোরেশনে মোট ২৬টি হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪টি ও উত্তর সিটি করপোরেশনে ১২টি অস্থায়ী হাট বসবে।
এদিকে আজ বুধবার থেকে রাজধানীতে আনুষ্ঠানিক পশু কেনাবেচা শুরু হলেও হাট জমতে আরো কয়েকদিন লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলী পশুর হাটসহ কয়েকটি হাটে খোঁজ নিয়ে দেখা যায়, ট্রাকে ট্রাকে কোরবানির পশু হাটে ঢুকছে। যে সব বিক্রেতা এরই মধ্যে হাটে এসে পৌঁছেছেন তারা তাদের পশুর যত্ন-আত্তিতে ব্যস্ত সময় পার করছেন। পশুর পছন্দের খাবারের পাশাপাশি শিং ও গায়েও তেল মাখাতে দেখা গেছে অনেক ব্যবসায়ীকে।
এই হাটের গরু ব্যবসায়ী মাসুদ বলেন, হাট জমতে আরো কয়েকদিন লাগবে। তখন তো রাস্তার ওপরও দাঁড়ানোর জায়গা থাকবে না। এবার হাটে ৫০ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা দামের গরুও পাওয়া যাবে বলে তিনি জানান।
হাট ইজারাদাররা জানান, কোরবানির পশু আসা শুরু হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টাই এখন গরু আসবে। এমনকি ঈদের আগের দিন রাতেও হাটগুলোতে গরু আসবে বলে তারা জানান। এবার উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা হওয়ায় অনেক ব্যবসায়ী আগেভাগেই গাবতলী হাটে গরু নিয়ে এসেছেন।
সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষ্যে রাজধানীর হাটগুলোতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক হাটে পুলিশের কনট্রোল রুম ও ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। মানি এস্কর্ট ও জাল নোট শনাক্তকরণেও বসানো হয়েছে বুথ।
আরও পড়ুনঃ
বগুড়ায় গোলাগুলি, নিহত ২
সংশ্লিষ্টরা জানান, বেশি দাম পাওয়ার আশায় ব্যবসায়ী ও খামারিরা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে গরু নিয়ে আসেন। এরমধ্যে কুড়িগ্রাম, জয়পুরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, মাদারীপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, যশোর, সুনামগঞ্জ, নীলফামারী, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে গরু আসে।
-পিকে