অনলাইনঃ
কোন শিশুই নয় আলাদা, খেলবে সবাই নেই যে বাধা’ এই শ্লোগানে দেশীয় শিল্পগোষ্ঠি আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল) এর আয়োজনে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় উৎসব ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে।

সব শিশুদের সমান অধিকারের কথা ভেবেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

এবার প্রথমবারের মত উরভভবৎবহঃষু অনষব শিশুদের জন্য আছে বিশেষ আয়োজন স্পেশাল গেমস, স্টেজ পারফরমেন্স ইত্যাদি।

এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন, কিশোর আলোর সম্পাদক শিশু সাহিত্যিক আনিসুল হক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের পরিচালক শেখ শামিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রম্য ম্যাগাজিন ‘উম্মাদ’ এর সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীব, কালের কন্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড- এর প্রধান বিপণন কর্মকর্তা হিন্দল রায়, সহকারী মহাব্যবস্থাপক মাইদুল ইসলাম এবং ব্রান্ড ব্যাবস্থাপক তুহিন সুলতানা ও ব্র্যান্ড মার্কেটিং এর জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল কাফি প্রমূখ। আরো উপস্থিত ছিলেন আকিজ গ্রুপ- এর পরিচালক শেখ শামিম উদ্দিন।

দেশের কোন অনুষ্ঠানে এই ধরনের সুযোগ এবারই প্রথম, যা কিনা অনেক প্রশংসিত হচ্ছে। আয়োজকরা বলছেন, বিশেষ শিশুরা তাদের উদ্ভাবনী ক্ষমতা প্রকাশের সুযোগ খুব কম পায়। তাদের অপ্রকাশিত উদ্ভাবনী শক্তিকে সম্মান জানাতে এবারের উৎসবে রয়েছে বিভিন্ন আয়োজন।

পাশাপাশি, শহরের যান্ত্রিক জীবন যাত্রার মধ্যে শিশুদের উম্মুক্ত স্থানে ছুটে বেড়ানোর সুযোগ তৈরি করার উদ্দেশ্যেই সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ফার্মফ্রেশ চিলডেন্স ডে ২০১৯

ফার্ম ফ্রেশ বিশ্বাস করে কোনো শিশুই আলাদা নয়, সবাই খেলবে বাধাহীন ভাবে। শিশুদের কাছ থেকে খেলাধুলার অধিকার কেউই কেড়ে নিতে পারে না। আর তাই, এই যান্ত্রিক শহর আর কংক্রীটের জঞ্জাল থেকে ওদের মুক্তি দিয়ে মন খুলে হৈ চৈ আর খেলাধুলায় মেতে উঠতে ফার্ম ফ্রেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে।

এখানে আছে পুতুল নাচ, সিসিমপুর, সার্কাস, আর্ট কম্পিটিশন, ৯ডি মুভি, ৩ডি বায়োস্কোপ, গ্রামীণ ঐতিহ্য, কিডস বুক স্টল, ফটো জোন, নিউট্রিশন বুথ, গেম জোন, ফান রাইড জোন। এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily