কোটা সংস্কারে ঢাবিতে পাল্টা পাল্টি মিছিল

অনলাইন ডেস্কঃ

তিন দফা দাবি নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরাও সরকারের সুপারিশকে স্বাগত জানিয়ে পাল্টা মিছিল বের করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে দুপুর সোয়া ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিছিল নিয়ে পৌঁছে স্লোগান দিতে থাকে।

পূর্ব কর্মসূচি অনুযায়ী সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন বলে জানান কোটা আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারীরা জানান, তাদের তিন দফা দাবি। প্রথম- পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে, দ্বিতীয়- নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে ও তৃতীয়-তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার করতে হবে।

এদিকে সরকারের সুপারিশকে স্বাগত জানিয়ে পাল্টা মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপুর সোয়া ১২টার দিকে তারা ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিছিল নিয়ে পৌঁছায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানান ছাত্রলীগ নেতা-কর্মীরা ।

-আরবি

FacebookTwitter