ঢাকা, বাংলাদেশঃ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের গৌরবময় বিশ বছরে পদার্পণ করে অপার সমৃদ্ধি ও সম্ভাবনার পথে এগিয়ে চলেছে।  এরই ধারাবাহিকতায় সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে আজ ২৪ ডিসেম্বর ২০১৮, রোজ সোমবার, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১০৬ তম শাখা আমলা, কুষ্টিয়ায় উদ্বোধন করা হয়েছে। (হোল্ডিং # ১৭৭৬, ২য় তলা, আমলা বাজার, আমলা সদরপুর)

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই শাখার শুভ উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব বশীর আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন্স প্রধান জনাব তারেক উদ্দিন; কুষ্টিয়ার আমলার শাখা ব্যাবস্থাপক জনাব শাহ মাসুদ জামাল; কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily