সারাদেশঃ

কুষ্টিয়া জেলার খোকসায় নিজ বাড়ি থেকে মধ্যবয়সী এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে সাবেক স্বামী ও অপর দুই নারীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা সদরের খোকসা মডেল টাউন এলাকার বাড়ির বারান্দা থেকে সাবিনা ইয়াসমিন (৪৮) নামের ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের বারান্দায় কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ওই বাড়িতে সাবিনা একাই থাকতেন। তিনি ৩ সন্তানের জননী। ছেলে-মেয়েরা সবাই বাইরে থাকেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে সন্তানেরা মোবাইল ফোনে মা সাবিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হামিদা নামের এক প্রতিবেশীকে দিয়ে সাবিনার খোঁজ নেয়ার চেষ্টা করে। রাত সাড়ে ১০টার পর তিনি খুন হয়েছেন বলে খবর পান সন্তানেরা।

রাতে পরিবারের লোকেরা ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবিনার সাবেক স্বামী বাদশা, প্রতিবেশী হামিদা ও তার মেয়ে ঋতুকে আটক করে পুলিশ। এ ব্যাপারে নিহতের মেয়ে শ্যামলী বাদী হয়ে খোকসা থানায় মামলা করেছেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily