অনলাইনঃ
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ খাদ্য মন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘আগুন দিয়েছে নিজের ক্ষেতে, আপনার পাঞ্জাবিতে দেয়নি। তাতেই সহ্য হচ্ছে না! শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারটুকুও দেবেন না কৃষককে। কৃষক বলে কি তাদের প্রতিবাদ করার অধিকার নেই!!’
ধানের ন্যায্য দাম না পেয়ে টাঙ্গাইলের কৃষক প্রতিবাদে নিজ ক্ষেতে আগুন দেয়ার ঘটনাকে পরিকল্পিত ও উষ্কানিমূলক বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পেলে এর তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।
বুধবার বিকালে খাদ্য মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে দেয়া স্টাটাসটি ভাইরাল হয়। তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো।
‘ক্ষমতা কি মানুষকে অন্ধত্বের দিকে ঠেলে দেয়? আমার জানা মতে, সুস্থ চোখ অন্ধ হতে সময় লাগে। কিন্তু মাত্র ৪ মাসে ধানের ভাণ্ডার নওগাঁর গাঁও-গেরাম থেকে উঠে আসা খাদ্য মন্ত্রী গাঁয়ের কৃষকদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক ভুলে গেলেন ! অন্ধ হয়ে গেলেন এসির ঠান্ডা বাতাসে!!
-ডিকে