বিনোদনঃ
গত ১৩ ফেব্রুয়ারি কানাডায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে নিবিড় ও তার ৩ বন্ধু এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।

কিন্ত কুমার বিশ্বজিৎ এর ছেলে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

কুমার বিশ্বজিৎ তারঁ ভেরিফাইড ফেসবুক পেইজে ছেলে নিবিডের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদন জানিয়ে আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন-

‘জীবন’ কখনো কখনো অনেক বড়ো পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ই ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত , শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে।

নিবিড়ের মতোই বাকি তিনজনকে আমি আমার সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সাথেই আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত।

আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই শোক সহ্য করবার শক্তি দেন।

আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার ‘নিবিড়’-কে আমাদের কাছে ফিরিয়ে দেন।

নিবিড় এখনো আইসিইউতে শয্যাশায়ী।
এই আকস্মিক ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি আমার সকল বন্ধু, পরিচিতজন এবং ভক্তবৃন্দের কাছে ‘নিবিড়’ এর জন্য দোয়া/আশীর্বাদ কামনা করছি।

আর যারা ইতোমধ্যে নিবিড়ের সুস্থতা কামনা এবং আমার পরিবারের এ দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য দোয়া/আশীর্বাদ করেছেন ও করছেন তাদের কাছে আমি চিরঋণী।

  • কুমার বিশ্বজিৎ
FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily