বিনোদনঃ

নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ’র নতুন গান “বলতে পারিনি” এর মিউজিক ভিডিও দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিন এ।

মিউজিক ভিডিও টি ১ নভেম্বর থেকে প্রকাশ হতে যাচ্ছে।

গানের নাম বলতে পারিনি। কী বলতে পারেন নি বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ? সেই কথাগুলোই লিখে, সুর দিয়ে সংগীতায়োজন করেছেন তরুণ মুন্সী।

বাংলাঢোল প্রযোজিত নতুন এই গানটিতে মডেল হয়েছেন লাক্স সুন্দরী মীম মানতাসা ও তার সাথে আছেন ফারহান খান রিও।

মিউজিক ভিডিওটি তৈরি করেছেন সময়ের মেধাবী ডিরেক্টর সৈকত নাসির। ১ নভেম্বর থেকে বলতে পারিনি উপভোগ করা যাবে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিনে।

প্রিয় শিল্পীর পছন্দের গান, মিজিক ভিডিও সহ চমৎকার সব আয়োজনের সাথে থাকতে ডাউনলোড করুন রবিস্ক্রিন অ্যাপ অথবা সাবস্ক্রাইব করুন http://www.robiscreen.com। পাশাপাশি, থাকুন বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের সাথে__

 

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily