করোনা সংবাদঃ

আলতু খান জুট মিলের বাসে কুড়িগ্রামে আসা দুই শতাধিক মানুষকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

আলতু খান জুটমিল ফরিদপুরের মধুখালীতে। এরা সবাই আলতু খান জুট মিলের শ্রমিক ও তাদের পরিবারের সদস্য।

আজ রবিবার সন্ধ্যায় তাদের নাগেশ্বরীতে ছাড়ার পরে এ নির্দেশ দেওয়া হয়। এরমধ্যে নাগেশ্বরী থানার ১৫২ জন, ফুলবাড়ী থানার ৩৩ জন, কচাকাটা থানার ৫ জন, ভূরুঙ্গামারী থানায় ৯ জন বাসিন্দা আছেন।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, এরা সবাই ওই জুট মিলের শ্রমিক। তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এটা নিশ্চিত করতে পুলিশ বাড়ি-বাড়ি গিয়ে কাজ করবে।

আজ বিকাল সোয়া ৩ টার দিকে তাদের বহনকারী ৭টি বাসকে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় আটক করে সদর থানার পুলিশ। পরে সবাইকে নিজ নিজ থানার হেফাজতে দেওয়া হয়।

শ্রমিকরা জানায়, ২৪ মার্চ থেকে মিল বন্ধ। মালিক তাদের ১৪ দিন ঘরে রাখার পর ১৫ দিনের খাবার দিয়ে নিজস্ব বাসে কুড়িগ্রামে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily