লাইফস্টাইলঃ

বাসায় বসে অনেকেই নানান ধরনের সালাদ তৈরী করতে পারেন। কিন্ত কখনো কখনো সালাদ মজাদার হয় আবার কখনো মজাদার একটু কমও হয়ে থাকে। কিন্ত পরিমান মত উপকরণ ব্যবহারে সালাদ সব সয়ই মজাদার হতে পরে পারে।

এ সময়ের রন্ধনশিল্পে চেনা মুখ রন্ধনশিল্পী হাসিনা আনছারের রেসিপিতে জেনে নিন কিভাবে মজাদার ফ্রুট সালাদ তৈরী করা যায়।

উপকরণঃ

আপেল – ১/৩ কাপ

কলা -১/৩ কাপ

আংগুর – ১/৩ কাপ

আম -১/৩ কাপ

ফ্রুট সালাদ

আনার – ১/৩ কাপ 

মাশ পতি -১/৩ কাপ

নলবন – সামান্য 

মধু ২ /৩ চা চামচ

গোল মরিচের গুঁড়া -সামান্য

কমলা/মালটার জুস

প্রস্তুতপ্রনালীঃ কলা ও আপেল বাদে উপরের সমস্তউপকরণ এক সাথে মাখান। সবার শেষে কলা ও আপেল মিশিয়ে পরিবেশন করুন।      

-শিশির  

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily