আর্ন্তজাতিকঃ
কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনায় ভারত-পাকিস্তানের ৮ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একপ্রেস ট্রিবিউন।
খবরে বলা হয়, ভারতীয় সেনারা কাশ্মীর সীমান্তের লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর গুলি করে পাকিস্তানের তিন সেনাকে হত্যা করেছে। এর প্রতিশোধ স্বরুপ ভারতীয় ৫ সেনাকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা।
এছাড়া পাকিস্তানশাসিত কাশ্মীরে দুই বেসামরিক নাগরিকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
পাকিস্তানের নিহত তিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম। তারা হলেন- নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান।
কাশ্মীরের বর্তমান ভয়াবহ পরিস্থিতি থেকে বিশ্ববাসীর নজর ফেরাতে প্রথমে ভারতীয় সেনারা হামলা করেছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।
পরে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণ করলে ভারতের ৫ জন সেনা নিহত হয় এবং অনেকেই আহত হয়।
এখনো গুলি বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা।
-কেএম