কালিয়াকৈর ( গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিস বাতান এলাকা চন্দ্রা টু কালিয়াকৈর ট আঞ্চলিক সড়কে রাজধানী পরিবহনের বাস চাপায় জান্নাতুল আক্তার ( ৯) নামের মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত তো শিশু শিক্ষার্থী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কাবারিয়া গ্রামের জহুরুল ইসলাম জহুরুল  মেয়ে।

নিহতের পরিবার উপজেলার মাকিসবাতান এলাকার কাদিরের বাসার ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করে ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় বুধবার (২৪ আগষ্ট) দুপুর ১ টার দিকে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ঢাকা-গামী রাজধানী পরিবহনের একটি বাস( ঢাকা মেট্রো ব ১৫- ৪১৯৫) স্কুল শিক্ষার্থীকে সড়ক  পারাপারের সময় চাঁপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ঐ ছাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক বাসটিকে পালিয়ে যাওয়ার সময় চন্দ্রা এলাকায় আটক করে পুলিশ। তবে রাজধানী পরিবহনের বাসের চালককে আটক করা সম্ভাব হয়নি।

এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই আলাউদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily