ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাসের বিস্তার রোধে কারাগারগুলোতে গাদাগাদি করে বন্দিদের জীবন যাপন করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশংকায় আরো ৩৮৫ জন বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।

তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দিদের মুক্তি দিতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে।

৩ মে, রবিবার দুপুরে কারা অধিদপ্তরের অতিরিক্তি আইজি প্রিজন কর্নেল আবরার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ৩৮৫ জন বন্দির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যে কোনো দিন তারা মুক্তি পাবেন।

করোনার কারণে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে এসব বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে।

এর আগে শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেয়া হয়।

ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily