কামাল লোহানীর মৃত্যুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শোক

কামাল লোহানীর মৃত্যুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শোক
কামাল লোহানীর মৃত্যুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শোক

অনলাইনঃ

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, ‘দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারির পরিচিতজন কামাল লোহানী ২০ জুন সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি এ দেশে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন।

ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার অন্যতম পথিকৃৎ ছিলেন। গণমানুষের মুক্তির লক্ষ্যে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছেন, কারাবরণ করেছেন। সরকারি চাকুরি করা অবস্থায় সরকারের সাথে বিরোধে জড়িয়ে চাকরি ইস্তফা দিয়েছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর মৃত্যু অপূরণীয় শূন্যতা সৃষ্টি করবে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

শোক প্রকাশের সাথে তিনি আরও বলেন, ‘করোনার ভয়াল থাবায় আজ আমরা কামাল লোহানীর মতো গুণী মানুষসহ প্রতিদিন অসংখ্য মানুষকে হারাচ্ছি। কিন্তু সরকার করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গড়িমসি করছে। ব্যাপক হারে টেস্ট করা, অধিক সংক্রমিত এলাকায় কার্যকর লকডাউন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন ও আইসিইউ এর ব্যবস্থা, ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী, বিনা মূল্যে সকলের করোনা চিকিৎসা, বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ বরাদ্দ ইত্যাদি প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করলে এমন করুণ মৃত্যু হয়ত আমাদের দেখতে হতো না।’

অবিলম্বে এসকল পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ইন্দ্রানী ভট্টাচার্য সোমা।

-শিশির

FacebookTwitter