অনলাইনঃ
ঢাকার কারওয়ান বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে হার্ডওয়্যার মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।পরে স্থানীয়দের সহায়তায় ১২টা ১০ মিনিটে আগুন নেভানো হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে উত্তরার উত্তরখানে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার ভোর চারটা ২৪ মিনিটে সংঘটিত আগুন এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
উত্তরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। কয়েল কারখানার মালামাল আগুনে পুড়ে ক্ষতি হয়। কয়েল কারখানাটির নাম গালিব এন্টারপ্রাইজ। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
-ডিকে