আইন আদালতঃ
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের আরো একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব।
আজ ২৬ অক্টোবর, সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর চকবাজারের মদিনা আশিক টাওয়ারের ১৬ তলায় অভিযান চালায় র্যাব।
ওই চর্টার সেল থেকে দূরবীন, হকিস্টিক, লাঠি, মানুষের হাড়, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রাতে অভিযান চলাকালে একটি বড় রুমে আরো একটি টর্চার সেলের সন্ধান পাওয়া যায়। এ সময় সেল থেকে ওয়্যারলেসের কন্ট্রোল ট্রান্সজেস্টার, বাইনাকুলার, হিট দেয়ার ট্রান্সমিটার, ছুরি, একটি হকিস্টিক, বাঁধার রশি, চোখ বাঁধার গামছা, ইয়াবা খাওয়ার ফয়েল, ওয়াকিটকি, স্ক্রু ড্রাইভারের একটি বক্স ,স্যাভলন ও ভিডিও রেকর্ডার উদ্ধার করা হয়।
এর আগে রাজধানীর পুরান ঢাকায় এরফান সেলিমের একটি টর্চার সেলের সন্ধান পায় র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এ বিষয়ে আশিক বিল্লাহ বলেন, এই ভবনের পাশের ভবনেই তার টর্চার সেল রয়েছে বলেও জানা যায়। পরে অভিযানকালে এই ভবনের পাশেই এরফান সেলিমের একটি টর্চার সেল পাওয়া গেছে। টর্চার সেলে বিভিন্ন হ্যান্ডকাপসহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে।
এদিকে অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে হাজী সেলিমের পুত্র এরফানকে দুই মামলায় ৬ মাস করে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার দেহরক্ষী জাহিদুল ইসলামকেও ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। আজ সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।
-কেএম