আইন আদালতঃ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী ধর্ষণের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
এতে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ও ২ জনকে সহযোগি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজ ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা নগরের শাহপরাণ (রহ.) থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।
বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের। তিনি জানিয়েছেন, পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বহুল আলোচিত এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আট আসামি সাইফুর রহমান, তারেকুল ইসলাম তারেক, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাইফুজুর রহমান মাসুম, রাজন ও আইনুল কারাগারে রয়েছেন। এদের সকলেই স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঘুরতে যান এক সিলেট এমসি কলেজ এলাকায় বেড়াতে যান এক তরুণী। তার স্বামীকে আটকে রেখে কলেজ ছাত্রাবাসে নিয়ে ওই তরুণী গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করে কয়েক দুর্বৃত্ত। ঘটনার রাতেই নগরীর শাহপরান থানায় মামলা হয়।
-কেএম