আইন আদালতঃ
ঢাকার কলাবাগানে স্কুলছাত্রী আনুশকাহ নূর আমিনকে (১৭) ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় আটককৃত অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

দায়িত্বরত পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আবুল হাসান আজ শুক্রবার সকালে গণমাধ্যশকে জানান, গতকাল রাতে তানভীর ইফতেফার দিহানকে (১৮) একমাত্র আসামি করে মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার মামলা করেছেন।

আনুশকার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস মালো বলেছেন, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেলে পুলিশ বাকি তিনজনকেও গ্রেপ্তার দেখানো হবে।

সুরতহাল প্রতিবেদনে মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত তানভীর ইফতেফার দিহানের বাবা সাবেক জেলা রেজিস্ট্রার।

মেয়েটির মা বলেন, তিনি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর মেয়েকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। দেখা যায়, তার কাপড়চোপড়ে রক্তমাখা।

-কে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily