আন্তর্জাতিকঃ
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে।
এতে এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইস্টার সানডে উদযাপন চলাকালে এসব বিস্ফোরণের ঘটনা ঘটলো।
বিবিসির খবরে বলা হয়, রবিবার স্থানীয় সময় সকালে গির্জা ও হোটেলসহ মোট ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, যে দুটি গির্জাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার এক কলম্বোতে অন্যটি রাজধানীর অদূরে অবস্থিত শহর নিগোম্বো তে। বিস্ফোরণ প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত করে বলা হচ্ছে।
-ডিকে