অনলাইনঃ
মাঠ পর্যায়ে আরো আয়কর সংগ্রহ করার লক্ষ্যে দেশের সব উপজেলায় ট্যাক্স অফিস স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ কথা বলেন তিনি।
আ হ ম মুস্তফা কামাল বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আয়কর না বাড়িয়ে আয়করের পরিধি বাড়ানো। এজন্যে নতুন ব্যক্তিদের করের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”
তিনি বলেন,বর্তমানে কর অঞ্চল রয়েছে ৩১টি। তা বাড়িয়ে ৬৩টিতে উন্নীত করা হবে।
পুরনো করদাতাদের ওপর নতুন কর আরোপ করে করের বোঝা না বাড়ানোর পক্ষে মত দেন অর্থমন্ত্রী।