তোজাম্মেল হোসেন মঞ্জু,ডোমার (নীলফামারী) ঃ

চিলাহাটি ষ্টেশন মাষ্টার ও ট্রেন পরিক্ষকের মধ্যে কথা কাটাকাটির ঘটনায় ৪৫ মিনিট বিলম্বে ট্রেন ছেড়েছে।  ঘটনার বিবরনে জানা যায় যে, গতকাল রবিবার (১৪ অক্টোবর) সকালে চিলাহাটি রেলষ্টেশনের একটি রুমের দখলকে কেন্দ্র করে ট্রেন পরিক্ষক (টিএক্সআর) ও ষ্ট্রেশন মাষ্টার এর মধ্যে তুমুল গোন্ডগোল হলে ষ্টেশনে চ্ঞ্চলের সৃষ্টি হয়।

এতে করে ষ্টেশন মাষ্টার আনোয়ার হোসেন চিলাহাটি ষ্টেশন থেকে আন্তঃনগর রুপসা এক্সপ্রেক্স ট্রেনটি ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে দেয়।

এখানে উল্লেখ্য যে, প্লাটফর্মে থাকা একটি পুরাতন বিল্ডিংয়ের রুম দধখলকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে জানা যায়।

আন্তঃনগর ট্রেন চালু হওয়ার পর এই রুমটি (পুরাতন ষ্ট্রেশন রুম) ট্রেন পরিক্ষক (টিএক্সআর) সংস্কার করে ব্যবহার করত কিন্তু দীর্ঘদিন থেকে এই রুমটি ছেড়ে দেওয়ার জন্য ষ্ট্রেশন মাষ্টার বলে আসছে।

উভয়ে রুমটি দাবী করার কারনে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily