বিনোদনঃ

করোনাভারাসে আক্রান্ত মানুষের সেবা এবং রোগীদের আইসোলেশন কেন্দ্র করতে নেত্রকোনায় নিজের বাড়ি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

২০ এপ্রিল, সোমবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

এসময় ন্যান্সি বলেন, ‘নেত্রকোনায় আমার নিজের একটি ডুপ্লেক্স বাড়ি আছে। সেই বাড়িটি করোনা রোগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল সময় অতিক্রম করছে, সে জন্য বাড়িটি জনস্বার্থে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে যদি কারো উপকারে আসে তাহলে সেটিই হবে আমাদের জন্য একটি বড় পাওয়া। কারোনা মহামারী থাকা অবস্থায় যতদিন দরকার ততদিন এই বাড়ি জনস্বার্থে প্রশাসন ব্যবহার করতে পারবেন।’

বাড়িটি কিভাবে কাজে লাগবে এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ‘এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সঙ্গে কথা হয়েছে। তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবেন। আমরা বলেছি, এই বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার অনেকের আইসোলেশনে জায়গা হচ্ছে না সে ক্ষেত্রে তারা এই বাড়িটিকে কাজে লাগাতে পারে। এছাড়া চাইলে করোনাভাইরাসের সংবাদ সংগ্রহে সাংবাদিকগণও এখানে থাকতে পারেন।’

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘কণ্ঠশিল্পী ন্যান্সী তার বাড়িটি করোনা রোগীদের চিকিৎসার্থে ব্যবহার করতে বলেছেন। প্রয়োজন হলে আমরা তা কাজে লাগাবো।’

এদিকে নেত্রকোনায় মোট ২৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily