করোনা সংবাদঃ

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১ লাখ ১৪ হাজার ২৪৭ জন। এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৫৫ জনে। এদের মধ্যে অবশ্য ৪ লাখ ২৩ হাজার ৬২৫ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সূত্র-ওয়ার্ল্ডোমিটার ।

আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৪৩৩ জন। আর মৃত্যুবরণকারীদের সংখ্যা বেড়ে ২২ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট ৩২ হাজার ৬৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে দেশটির জনস্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফউসি জানিয়েছেন, করোনার সংক্রমণের শুরুর দিকেই যদি সবকিছু বন্ধ (লকডাউন) করে দেয়া যেত তাহলে অনেক প্রাণ বাঁচানো যেত। তবে মে মাস নাগাদ দেশের কিছু কিছু জায়গায় স্বাভাবিক অবস্থা ফিরবে বলেও আশা করছেন তিনি।

এদিকে ইতালিতে গত তিন সপ্তাহের মধ্যে একদিনে সবচেয়ে কম মৃত্যু হয়েছে গতকাল। এদিন সেখানে ৪৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৯৯ জন, যা বিশ্বে দ্বিতীয়। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি বলেন, ‘জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ২১১ জন।’

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ও মৃতের হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ১ লাখ ৬৬ হাজার ৮৩১ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ। যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ২০৯ জন। সুস্থ হয়েছেন ৬২ হাজার ৩৯১ জন।

এরপরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৯১ জন ও মৃতের সংখ্যা ১৪ হাজার ৩৯১ জন।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যাওয়া যুক্তরাজ্য রয়েছে মৃতের হিসেবে পঞ্চম স্থানে। সেখানে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৬১২ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ২৭৯ জন।

আক্রান্তের সংখ্যায় বেশি হলেও মৃতের হিসেবে বেশ পিছিয়ে আছে জার্মানি। দেশটিতে প্রচুর পরীক্ষা করায় এবং কড়া কোয়ারেন্টাইন ব্যবস্থার কারণে সেখানে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে মৃত্যুহার সবচেয়ে কম। এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৮৫১ জন জার্মান এতে আক্রান্ত হলেও মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজা র ৩০০ জন।

ভাইরাসটির প্রথম শনাক্তস্থল চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ১৬০ জন। মৃত্যুবরণ করেছেন এদের ৩ হাজার ৩৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ৭৭ হাজার ৬৬৩ জন।

এদিকে করোনাভাইরাস নিয়ে জারি করা সতর্কতার মাত্রা কমিয়েছে ইরান। দেশটিতে এখন থেকে কম ঝুকিঁর বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। তবে রাজধানী তেহরানে আগামী সপ্তাহ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালু হবে। এখন পর্যন্ত সেখানে ৪ হাজার ৪৭৪ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯। আর এতে মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৮৬ জন। দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৮৯৪ জন।

এছাড়া বেলজিয়ামে ৩ হাজার ৬০০ জন, নেদারল্যান্ডসে ২ হাজার ৭৩৭ জন, ব্রাজিলে ১ হাজার ২৩০ জন, তুরস্কে ১ হাজার ১৯৮ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ১০৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর প্রথম কয়েক সপ্তাহ চীনের প্রতিবেশী কয়েকটি দেশে স্বল্পসংখ্যক রোগী শনাক্ত হয়। কিন্তু ফেব্রুয়ারি থেকে তা বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে মহামারী হিসেবে আখ্যায়িত করে। গোটা বিশ্ব এখন এর তাণ্ডবে অচলপ্রায়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily