সারাদেশঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে থেকে করা প্রেমের সম্পর্ক এবার বিয়ে পর্যন্ত গড়ালো।

করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেই ওই তরুণ- তরুণী পারিবারিকভাবে করে ফেললেন বিয়ে। জীবনযুদ্ধে জয়ী হয়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে পারার জন্যে খুশি দুজনেই।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভর্তি হন দুজন। বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে বলতেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। অনেকবার নিষেধ করার পরও আইসোলেশনে থাকা এ দুজন তাদের নিজ নিজ ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে কথা একে অপ্রের সাথে কথা বলতেন। ঘটনাটি ওই ইনিস্টিটিউটের একজন চিকিৎসকের নজরে আসলে তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন।

ফেসবুক পোস্টে ওই চিকিৎসক লিখেন, আইসোলেশন ওয়ার্ডের দ্বিতীয় তলায় থাকা তরুণী এবং তৃতীয় তলার এক তরুণের সঙ্গে প্রেম করছেন। এরপরই বিষয়টি ভাইরাল হয়ে যায়।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily