করোনা সংবাদঃ
শনিবার মেক্সিকোর রাজধানীতে করোনাভাইরাস আক্রান্ত রোগী দিয়ে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের হাসপাতালের সিটই পূর্ণ হয়ে গেছে। সেই সাথে ক্রমাগত বাড়ছে নতুন সংক্রমণের সংখ্যা।
সরকারি তথ্য মতে, রাজধানীর মেট্রো অঞ্চলের ৬৪টি সরকারি হাসপাতালের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য নির্দিষ্ট ডেডিকেটেড হাসপাতালগুলোর ২৬টা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেছে।
নগরীর দরিদ্র ইজতাপালপা জেলার ইগনাসিও জারাগোসা পাবলিক হাসপাতালে ব্যানার সাটানো হয়েছে যে নতুন করোনাভাইরাস রোগীদের জন্য এখানে কোনো বেড খালি নেই। রোগীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘আপনি এটা বুঝতে পারার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’
আরো ১৬টি পাবলিক ক্লিনিক প্রায় পূর্ণ ছিল। অন্য ২২টিতে বেড খালি রয়েছে বলে তথ্য প্রকাশিত হয়েছে।
রয়টার্স বলছে, রাজধানীর পাঁচটি বেসরকারি হাসপাতাল তাদেরকে জানিয়েছে করোনভাইরাস রোগীদের চিকিৎসার জন্য তাদের হাসপাতাল এখন পূর্ণ হয়ে গেছে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল-এর পরিসংখ্যান অনুসারে, পাঁচটি রাজ্যের বেসরকারি হাসপাতালে এবং মেক্সিকো সিটিতে বেসরকারি হাসপাতালের কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ভেন্টিলেটর যুক্ত বিছানা এবং নিবিড় পরিচর্যা ইউনিটগুলো এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে।
-ডিকে