করোনা মোকাবেলায় ৩ হাজার বন্দীর মুক্তি

করোনা মোকাবেলায় ৩ হাজার বন্দীর মুক্তি
করোনা মোকাবেলায় ৩ হাজার বন্দীর মুক্তি

আইন আদালতঃ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কারাগারে স্থান সংকুলান না হওয়ায় দেশের প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তির প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর।

১ এপ্রিল, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অধিদপ্তরের পক্ষ থেকে এ মুক্তির প্রস্তাবনা দেয়া হয়। এ মহামারীর কারণে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

দেশের ৬৮টি কারাগারে ৪১ হাজার ৩১৪ জনের ধারণক্ষমতা থাকলেও আটক আছেন প্রায় ৯০ হাজার।

কারাগার সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে কারা প্রশাসনকে বন্দির সংখ্যা কমানোর নির্দেশ দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে জামিনযোগ্য ও লঘু অপরাধে বিচারাধীন হাজতিদের মধ্য থেকে দুহাজার জনের তালিকা তৈরি করা হয়েছে।

এছাড়া, ৫৬৯ ধারায় ২০ বছরেরও বেশি সাজা খাটা বন্দি ও শারীরিকভাবে অক্ষমদের সংখ্যা মিলিয়ে প্রায় ৩ হাজার ১শ জনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছেন মোট ৫৪ জনের শরীরে।

বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।

-কেএম

FacebookTwitter