স্পোর্টসঃ
করোনা ভাইরাসের মোকাবেলায় দরিদ্র ও অসহায় মানুষের সাহাযার্থে ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার হাত বাড়ালেন।

শচীন করোনার পরিস্থিতিতে সাহায্য হিসেবে ৫০ লাখ রুপি প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সমানভাবে ভাগ করে দিলেন।

পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ করে অর্থ দান করেছেন টেন্ডুলকার। এটি তার সিদ্ধান্ত। দু’টো তহবিলেই দান করতে চেয়েছেন টেন্ডুলকার।’

টেন্ডুলকার ছাড়াও তাঁর সাবেক সতীর্থ, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। তিনি তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপির সমপরিমাণ চাল সরবরাহের কথা ঘোষণা দেন। এগিয়ে এসেছেন বাংলার তারকা ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লাও।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ লক্ষ্মী তাঁর তিন মাসের বেতন ও পেনশন দান করে দিয়েছেন।

এছাড়াও ইরফান পাঠান ও ইউসুফ পাঠান বারোদা পুলিশ ও স্বাস্থ্য দফতরকে চার হাজার মাস্ক দিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুণের এক এনজিওর মাধ্যমে এক লাখ টাকা দান করেছেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily