করোনা: মৃতের সংখ্যা ২৩৯০০০ ছাড়ালো, আক্রান্ত ৩৪ লাখ

করোনা: মৃতের সংখ্যা ২৩৯০০০ ছাড়ালো, আক্রান্ত ৩৪ লাখ

করোনা সংবাদঃ

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে পৃথিবী যেন আজ মৃত্যুপুরী। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

২ মে, শনিবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ১ হাজার।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, শনিবার সকাল পর্যন্ত করোনায় ২ লাখ ৩৯ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ১ হাজার ২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৬০০ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ৯১৫ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৭৭৬ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৪৫২ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪৫৪ জনে।

এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৪ হাজার ৮২৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত ২ লাখ ৪২ হাজার ৯৮৮ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৩৪৬ জন।

এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৩ জন।

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৮ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়িয়েছে।

-কেএম

FacebookTwitter