করোনা সংবাদঃ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় সাড়ে ৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। একই সময়ে নতুন করে আড়াই লক্ষাধিক মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৯ আগস্ট, রবিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৭ লাখ ২৯ হাজার ৫৬৮ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৭ লাখ ২০ হাজার ২২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৩ লাখ ৫৩ হাজার ২১০ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৫ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এছাড়া ভারতে তৃতীয় সর্বোচ্চ ২১ লাখ ৫২ হাজার ২০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর রাশিয়ায় ৮ লাখ ৮২ হাজার ৩৪৭ জন (চতুর্থ) ও দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৫৩ হাজার ১৮৮ জনের (পঞ্চম) শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – মেক্সিকো (৪ লাখ ৭৫ হাজার ৯০২ জন), পেরু (৪ লাখ ৭১ হাজার ১২ জন), কলম্বিয়া (৩ লাখ ৭৬ হাজার ৮৭০ জন), চিলি (৩ লাখ ৭১ হাজার ২৩ জন) ও স্পেন (৩ লাখ ৬১ হাজার ৪৪২ জন)।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক মানুষ কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে মোট ১ লাখ ৬৫ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৪৩ জন। মেক্সিকোতে তৃতীয় সর্বোচ্চ ৫২ হাজার ৬ জন, যুক্তরাজ্যে চতুর্থ সর্বোচ্চ ৪৬ হাজার ৫৬৬ জন ও ভারতে পঞ্চম সর্বোচ্চ ৪৩ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ইতালি (মৃত্যু ৩৫ হাজার ২০৩ জন), ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ৩২৪ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৫০৩ জন), পেরু (মৃত্যু ২০ হাজার ৮৪৪ জন) ও ইরান (মৃত্যু ১৮ হাজার ২৬৪ জন)।

এছাড়া রাশিয়ায় ১৪ হাজার ৮৫৪ জন, কলম্বিয়ায় ১২ হাজার ৫৫০ জন, দক্ষিণ আফ্রিকায় ১০ হাজার ২১০ জন, চিলিতে ১০ হাজার ১১ জন, বেলজিয়ামে ৯ হাজার ৮৭০ জন, জার্মানিতে ৯ হাজার ২৬১ জন, কানাডায় ৮ হাজার ৯৭৬ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১৫৭ জন, পাকিস্তানে ৬ হাজার ৬৮ জন, ইকুয়েডরে ৫ হাজার ৯১৬ জন, তুরস্কে ৫ হাজার ৮২৯ জন, সুইডেনে ৫ হাজার ৭৬৩ জন, ইন্দোনেশিয়ায় ৫ হাজার ৬৫৮ জন, ইরাকে ৫ হাজার ৩১০ জন, মিসরে ৪ হাজার ৯৯২ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, আর্জেন্টিনায় ৪ হাজার ৫২৩ জন, বলিভিয়ায় ৩ হাজার ৫৮৭ জন, বাংলাদেশে ৩ হাজার ৩৬৫ জন, সৌদি আরবে ৩ হাজার ১৩০ জন, রোমানিয়ায় ২ হাজার ৬৫৯ জন, ফিলিপাইনে ২ হাজার ২০৯ জন ও গুয়াতেমালায় ২ হাজার ১৯৭ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily