বিনোদনঃ

করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা দেয়া দেওয়ায় হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বাবা। জানা গেছে, তার জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।

পাশাপাশি নুসরাতের বাবার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে বলে জানিয়েছে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যম। রবিবার রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রের খবর, নুসরাতের বাবাকে ইনসুলিন দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) তার করোনা আছে কিনা সে জন্য লালারসের নমুনা পরীক্ষা করা হবে।

যদিও ‍নুসরাত জানিয়েছেন, তার বাবার করোনা লক্ষণ নেই। তিনি বিদেশ ভ্রমণ করেননি এবং কোয়ারেন্টাইনের সব নিয়ম মেনে বাড়িতেই ছিলেন। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন জ্বরও নেই।

তবে হাসপাতালে যারাই এখন ভর্তি হচ্ছেন তাদের বেশির ভাগকেই করোনাভাইরাস-এর লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হচ্ছে, সেক্ষেত্রে তার বাবার পরীক্ষাও আজকে হবে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily