করোনা সংবাদঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৬৮ জনে দাঁড়িয়েছে।

নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে।

৩০ এপ্রিল, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৩৯৪ জনে।

গত ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily