করোনা টিকাদান শুরু ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে

স্বাস্থ্যঃ

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে।’

আজ ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবাদমাধ্যমে এসব কথা বলেন তিনি।

আজ সকালে ভারতের উপহার দেওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত হয়ে স্বাস্থ‌্যমন্ত্রী, স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই টিকাগুলো গ্রহণ করেন।

পরে বেলা পৌনে ১২টার দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী।

সেখানে জাহিদ মালেক বলেন, ‘যাদের দরকার তারাই আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন ভ্যাকসিনেশনের প্ল্যান এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কোনো ধরনের যেন সমস্যা না হয় সে জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা আছে। যে কমিটির প্রধান হলেন আমাদের মুখ্য সচিব।’

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকাগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সেখানে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও ওই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বক্তব্য রাখেন।

-ডিকে

FacebookTwitter