করোনা সংবাদঃ
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে গত ২৪ ঘণ্টায় মৃতের মিছিলে যুক্ত হয়েছে আরো ছয় হাজারের বেশি মানুষের নাম। সেই সাথে একই সময়ে আরো প্রায় দেড় লাখ মানুষ নতুন করে আরো প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই মহামারীতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা সাড়ে ৮২ লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ ১৭ জুন, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত বেড়ে ৮২ লাখ ৫৭ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন মোট ৪ লাখ ৪৫ হাজার ৯৮৬ জন।
বিপরীতে ৪৩ লাখ ৬ হাজার ৭৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৫ লাখ ৪ হাজার ৮০১ জন, এদের মধ্যে ৫৪ হাজার ৫৯৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চসংখ্যক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ২২ লাখ ৮ হাজার ৪০০ জন এতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনে। আক্রান্ত ও মৃতের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত মোট ৯ লাখ ২৮ হাজার ৮৩৪ জন আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ৪৫ হাজার ৪৫৬ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ায় তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন। ভারতে চতুর্থ সর্বোচ্চ ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ২ লাখ ৯৮ হাজার ১৩৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া শীর্ষ দশে আছে যথাক্রমে স্পেন (আক্রান্ত সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪০৮ জন), ইতালি (আক্রান্ত সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৫০০ জন), পেরু (আক্রান্ত সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৬ জন), ইরান (আক্রান্ত সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৪৩৯ জন) ও জার্মানি (আক্রান্ত সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৩৮২ জন)।
মৃতের হিসেবে তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ৪১ হাজার ৯৬৯ জন। ইতালিতে চতুর্থ সর্বোচ্চ ৩৪ হাজার ৪০৫ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৯ হাজার ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। শীর্ষ দশে থাকা স্পেনে ২৭ হাজার ১৩৬ জন (৬ষ্ঠ), মেক্সিকোতে ১৮ হাজার ৩১০ জন (৭ম), ভারতে ১১ হাজার ৯২১ জন (৮ম), বেলজিয়ামে ৯ হাজার ৬৬৩ জন (৯ম) ও ইরানে ৯ হাজার ৬৫ জনের (১০ম) প্রাণ কেড়েছে এই ভাইরাসটি।
এছাড়া এতে আক্রান্ত হয়ে জার্মানিতে ৮ হাজার ৯১০ জন, কানাডায় ৮ হাজার ২১৩ জন, রাশিয়ায় ৭ হাজার ২৮৪ জন, পেরুতে ৭ হাজার ৫৬ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ৭০ জন, সুইডেনে ৪ হাজার ৯৩৯ জন, তুরস্কে ৪ হাজার ৮৪২ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইকুয়েডরে ৩ হাজার ৯৭০ জন, চিলিতে ৩ হাজার ৩৮৩ জনের মৃত্যু হয়েছে।
আর এই মহামারীতে এখন পর্যন্ত পাকিস্তানে ২ হাজার ৮৩৯ জন, ইন্দোনেশিয়ায় ২ হাজার ২৩১ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ৯৬৪ জন, কলম্বিয়ায় ১ হাজার ৮০১ জন, মিসরে ১ হাজার ৭৬৬ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ৭০৯ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৬২৫ জন, পর্তুগালে ১ হাজার ৫২২ জন, রোমানিয়ায় ১ হাজার ৪৩৭ জন, বাংলাদেশে ১ হাজার ২৬২ জন, পোল্যান্ডে ১ হাজার ২৭২ জন, ফিলিপাইনে ১ হাজার ১০৩ জন, সৌদি আরবে ১ হাজার ৫২ জন মারা গেছেন।
-পিকে