আন্তর্জাতিকঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের এশিয়া রাজ্যের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং।

করোনাভাইরাস এই রাজ্য থেকেই চীনসহ বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিমিং। তার হাসপাতাল থেকে অনেকে সুস্থ হয়ে ফিরে গেলেও তিনি নিজে ফিরলেন লাশ হয়ে।

উচ্যাং হাসপাতালের সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, লিউ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন।

করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।

তবে তার মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একই হাসপাতালের একজন নার্স এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily