ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বাংলাদেশেও ব্যবহৃত হবে মার্কিন কোম্পানি গিলিয়েড সায়েন্সেস উদ্ভাবিত ওষুধ রেমডিসিভির।

ইতোমধ্যে উৎপাদন সম্পন্ন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর শুরু হয়েছে বাজারজাতের প্রস্তুতি। তবে এই ওষুধ এখনই বাজারজাত করতে পারবে না বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

কোম্পানিটি নিয়ম অনুযায়ী এখনো অধিদপ্তরে ওষুধের নমুনা জমা দেয়নি। এটি জমা দেয়ার পর ড্রাগ টেস্টিং ল্যাবে তা পরীক্ষা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে মার্কেটিং অথরাইজেশন সনদ দেয়া হবে। এর আগে ওষুধ বাজারজাত করা যাবে না।

শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক মেসার্স এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডসহ মোট আটটি প্রতিষ্ঠানকে রেমডেসিভির ইনজেকশন উৎপাদনের জন্য রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। এসকেএফ ফার্মাসিউটিক্যাল মৌখিকভাবে অবহিত করেছে যে, তারা রেমডেসিভির ইনজেকশনটি উৎপাদন করেছে এবং তাদের ল্যাবরেটরিতে এটির পরীক্ষা ও বিশ্লেষণের কার্যক্রম চলমান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসকেএফ অদ্যাবধি নিয়মানুযায়ী তাদের উৎপাদিত রেমডেসিভির ইনজেকশনের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে দাখিল করেনি। তারা মৌখিকভাবে জানিয়েছে যে, ১০ই মে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে ওই নমুনা দাখিল করবে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily