করোনা সংবাদঃ
করোনা ভাইরাসে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রবিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।

শনিবার (২৭ মার্চ) মারা যান ৩৯ জন, শুক্রবার (২৬ মার্চ) এ্ সংখ্যা ছিলো ৩৩। এখন পর্যন্ত দেশে করোনাক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৯০৪ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯০৮ জনের। শনিবার এ সংখ্যা ছিল ৩ হাজার ৬৭৪ জন। এখন পর্যন্ত দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily