সারােদশঃ
ঢাকা ফেরত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁয় মাহাবুব আলম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টায় তার নিজ বাড়িতে মৃত্যু হয়।
মৃত মাহাবুব শহরের চকদেব জনকল্যান ডি ব্লক পাড়ার মোহাম্মদ আলীর পুত্র। এতে নওগাঁ শহরে আতঙ্ক দেখা দিয়েছে।
ল্যাবরেটরী থেকে রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে। ইতি মধ্যেই তার পরিবারের সকলকে হোম কোয়ারেনটাইন নিশ্চিত করা হয়েছে।
মাহবুব ঢাকার একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করতেন। গত ১৫ই এপ্রিল ভোররাতে তিনি নওগাঁয় আসেন। ঢাকা থেকেই জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বিষয়টি জানার পর গতকাল ১৬ এপ্রিল বিকেলে তার শরীর থেকে নমুনাও সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। তাকে হাসপাতালে ভর্তির জন্য ব্যবস্থা করলেও পরিবারের পক্ষ থেকে হাসপাতালে যেতে দেয়া হয়নি। আজ শুক্রবার ভোর ৫ টায় তার মৃত্যু হয়।
ওই ব্যাক্তি আগে থেকেই এজমা সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তার নমুনা পরিক্ষার রিপোর্ট আসার পরই জানা যাবে।
মৃত মাহবুব এর লাশ জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে। আত্মীয় – স্বজনদের কাউকে দাফনে অংশ গ্রহন করতে দেয়নি। তাদেরকে কবর স্থানের গেটের বাইরে রাখা হয়েছিলো।
এতে সহযোগিতা করছে স্কাউট এর সদস্যরা। কৃতজ্ঞতা জানাই এই ছোট্ট ছেলেদের যারা সাহসের সাথে এগিয়ে এসেছে এবং দাফন কাজে সহযোগিতা করছে। সেলুট জানাই তোমাদের।
-এসএম