করোনা সংবাদঃ
বিশ্বব্যাপী করোনার দাপটে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ২৫ এপ্রিল, শনিবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, সারাবিশ্বে শনিবার সকাল পর্যন্ত করোনায় ১ লাখ ৯৭ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৭৬ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৯৪২ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ১৮৫ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ইতালি। দেশটিতে একদিনে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এতে করে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৫ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে এ ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন।
ইউরোপের আরেক দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করেন ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ২২ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ২৪৫ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৯ হাজার ৮২৮ জন। এছাড়াও যুক্তরাজ্যে একদিনে করোনায় প্রাণহারিয়েছে ৭৬৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৫০৬ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৬৪ জনে।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জন।
ক্রিকেটার সাকিব দ্বিতীয় কন্যার বাবা হলেন
বাংলাদেশে গত শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে।
-কেএম