করোনা সংবাদঃ
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাঞ্চিলাল দাসের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে তার পারিবারিক সূত্র জানায়, জ্বরের সঙ্গে ঠাণ্ডাজনিত সমস্যার কারণে গত ২৪ মে কাঞ্চিলাল দাসকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ নিশ্চিতের জন্য ২৬ মে তাকে ঢামেকের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে, বৃহস্পতিবার কাঞ্চিলাল দাসের মৃত্যু হয়।
তার স্ত্রী ড. রীতা সেন সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিয়েছেন। আর ছেলে অরুণাভ দাস শুভ্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মেয়ে দেবলীনা দাস স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত আছেন।
-ডিকে