করোনা সংবাদঃ
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের ব্র্যাঞ্চ ম্যানেজারের মৃত্যু হয়েছে। মেজবাউল হক আরমান (৪৮) নামের ওই ব্যাংক কমকর্তা গতকাল ১০ জুন, বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের চট্টগ্রামের লোহাগাড়া শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। আরমান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
পারিবারিক সূত্র জানায়, গত রোজার মাঝামাঝিতে অসুস্থ হন মেজবাউল হক আরমান। কিন্তু বিষয়টিকে গুরুত্ব না দিয়ে চিকিৎসকের পরামর্শও নেননি তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সেদিন রাতেই তার জ্বর, ডায়রিয়া, তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। পরদিন ৮ জুন, সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এর আগেই করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়। পরে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিলো। সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করে শিক্ষাজীবন শেষ করেন মেজবাউল হক আরমান। এরপর ২০০২ সালে জনতা ব্যাংক দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি।
-কেএম