চলমানঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২৯ জনের শরীরে শনাক্ত হয়ে করোনাভাইরাস। এ পর্যন্ত দেশে মোট ১১৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে এই কর্মপরিকল্পনা সভায় আজ ৬ এপ্রিল, সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

মন্ত্রী এসময় বলেন, ‘করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।’

করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।

তিনি বলেন, ‘করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরো কিছু দেশের পথে রয়েছে। এছাড়া চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে।’

করোনা চিকিৎসায় জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডসহ বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর দিনে দিনে এর সংক্রমনের হার বেড়েই চলেছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily