অনলাইনঃ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

১৯ জুন, শুক্রবার তিনি নিজেই গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন খন্দকার মোশাররফ।

এ বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘তিন দিন আগে করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ এসেছে। এখন চিকিৎসকের পরামর্শে ফরিদপুরের বাসায় চিকিৎসা নিচ্ছি।’ এ সময় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

খন্দকার মোশাররফ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরে গত সরকারের আমলে তিনি এলজিআরডিমন্ত্রী হন। তিনি ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৫ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১৩৮৮ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২৪৩ জন।

১৯ জুন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily