আন্তর্জাতিকঃ

প্রাণঘাতী করোনাভাইরাস পৃথিবীর অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিসটার।

১০ মার্চ, মঙ্গলবার মেডিকেল পরীক্ষায় ফরাসি মন্ত্রীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে আল জাজিরার খবরে বলা হয়।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর আজ মন্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মন্ত্রী ‘ভালো আছেন’, তিনি এখন তার প্যারিসের বাড়িতে অবস্থান করছেন।

গত সপ্তাহের কয়েক দিন ফ্রান্সের জাতীয় সংসদের নিম্ন সভায় অবস্থান করেছিলেন ফ্রাঙ্ক রিসটার। ওই সভার পাঁচজন ব্যক্তি এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৩ হাজার ৮০০ এর বেশি মানুষ মারা গেছে।

এ প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের ১ লাখ ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃতদের অধিকাংশই চীনা নাগরিক। চীনের বাইরে ইতালি ও ইরানে এ ভাইরাসটি বেশি প্রাণহানি ঘটিয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily