স্বাস্থ্যঃ
কোভিড-১৯ রোগের চিকিৎসায় নতুন ভ্যাকসিন, টেস্ট কিট এবং চিকিৎসাসেবা বিশ্বের সব দেশই সমানভাবে পাবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের গতি বাড়ানো পরিকল্পনা নিয়ে শুক্রবার এক ভার্চুয়াল সম্মেলনে এ বিষয়ে একমত হন বিশ্বনেতারা। তবে এই সিদ্ধান্তে সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র।

ওই সম্মেলনে অংশ নিয়ে সংস্থাটির প্রধান ট্রেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলছে, যখন নতুন কোনো কিছু তৈরি হয়; তখন সেটি সবার জন্য সমানভাবে সহজলভ্য হয় না। এখন সবচেয়ে জরুরি সঠিক পরীক্ষার মাধ্যমে কোভিড-১৯ আক্রান্তদের ভ্যাকসিন, টেস্ট কিট এবং চিকিৎসাসেবা দেওয়া।’

‘‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কোভিড-১৯ মোকাবেলা করতে পারব। এজন্য বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি স্বাস্থ্য খাতের অংশীদার, ভ্যাকসিন প্রস্তুতকারক এবং বেসরকারি খাতকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে। পাশাপাশি নতুন গবেষণা ফল প্রত্যেককে সমানভাবে উপকৃত করতে পারে, তাও নিশ্চিত করতে হবে।’’

ট্রেড্রোস আরও বলেন, ‘এরই মধ্যে ডাব্লুএইচও কাজ শুরু করেছে। গত জানুয়ারি থেকে বিশ্বব্যাপী শত শত প্রতিষ্ঠানের গবেষকদের সাথে ভ্যাকসিনগুলির বিকাশ ও পরীক্ষার জন্য কাজ করে চলেছে। এমনকি উদ্ভাবনী পরীক্ষার নকশাগুলিতে নিয়ন্ত্রিত পদ্ধতির মান নির্ধারণ এবং ভ্যাকসিন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও রয়েছে।’

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারা বিশ্বে ২৮ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ মানুষ।

-পিএন

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily