করোনার বিস্তারে উহানের ভূমিকা আছে

করোনার বিস্তারে উহানের ভূমিকা আছে
করোনার বিস্তারে উহানের ভূমিকা আছে

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাস বিস্তারে চীনের উহান মার্কেটের ভূমিকা রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা শুক্রবার একথা জানিয়েছে। তারা এ নিয়ে আরও গবেষণা করারও আহ্বান জানিয়েছে।

জানুয়ারিতে করোনাভাইরাসের বিস্তার শুরু হতেই চীনা কর্তৃপক্ষ মার্কেটটি বন্ধ করে দেয় এবং বন্যপ্রাণী কেনা-বেচায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। খবর বিবিসির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তা এবং জেনেটিক ভাইরাস বিশেষজ্ঞ ড. পিটার বেন এম্বারাক বলেন, ‘এটি পরিষ্কার যে, করোনা বিস্তারে ওই মার্কেটের একটা ভূমিকা রয়েছে। তবে সেটা কী ধরনের ভূমিকা, সেটা স্পষ্ট নয়।এটা হয়তো কাকতালীয়ও হতে পারে। ভাইরাসটি বাজারে এবং এর আশে পাশে কিছু এলাকায় শনাক্ত হয়েছিল।’

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাজারে আনা বন্য বা সামুদ্রিক প্রাণী কিংবা এসবের বিক্রেতা নাকি অন্য কোনো উৎস থেকে এটা ছড়িয়ে পড়েছে, তা পরিষ্কার বলা যাচ্ছে না।’

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, করোনা উহানের পরীক্ষাগারে তৈরি ভাইরাস। তবে তিনি নিশ্চিতভাবে তথ্য-প্রমাণ দিয়ে সে কথা বলতে পারেননি। একটি জার্মান পত্রিকা অবশ্য পম্পেওর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, ‘এভাবে কোনো কিছু প্রমাণ করা সম্ভব নয়।’

এম্বারাক বলেন, ‘এত কথা না বলে যা করা উচিত, তা হলো সবাই মিলে যৌথভাবে করোনা মোকাবিলা করা।’

-এফকে

FacebookTwitter