আন্তর্জাতিকঃ
করোনাভাইরাসের কারণে এবার আমেরিকার নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জরুরি অবস্থা ঘোষণা করেন। সংবাদসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে এন্ড্রু কুমো করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। করোনাভাইরাসের ফলে পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।

নিউইয়র্কের গভর্নর জানান, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এছাড়াও ওয়েস্টার্ন কাউন্টিতে ৫৭ জন, নাসাউ কাউন্টিতে ৪ জন, রকল্যান্ড কাউন্টিতে ২ জন ও সারাতোগা কাউন্টিতে ২ জন এই ভাইরাসে আক্রান্ত।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় নিউইয়র্কের সব স্কুলও বন্ধের ঘোষণা দিয়েছেন কুমো।

আগামী ১৪ মার্চ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে বলে জানান তিনি। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে বাইরে থেকে আগত অতিথিদের প্রবেশাধিকারেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

করোনাভাইরাসে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ শ’ জন। ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুইজনের মৃত্যু ঘটনা ঘটেছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily