আন্তর্জািতকঃ
বিশ্বব্যাপী মহামারীরূপে দেখা দেওয়া নভেল করোনাভাইরাস নিয়ে তথ্য গোপনের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা করেছেন এক মার্কিন আইনজীবী।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের আদালতে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার বা ১৭শ’ লক্ষ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে এ মামলা করেন ল্যারি ক্লেইম্যান নামের ওই আইনজীবী।

আদালতে ক্লেইম্যান অভিযোগ করেন, চীন জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর জন্য উহানের ল্যাবে দীর্ঘদিন ধরেই এই করোনাভাইরাস নিয়ে গবেষণা চালাচ্ছিল। সেই ভাইরাসটি কোনোভাবে ছড়িয়ে পড়াতেই বিশ্ব বিপর্যয়ের মুখে পড়েছে।

যে কারণে চীনা কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই বিশ্বের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর চীনের বিভিন্ন শহরসহ দেশে দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে। পরবর্তীতে পরিস্থিতির আরো অবনতি হওয়ায় ডব্লিউএইচও এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

প্রতিনিয়ত এই ভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কোভিড-১৯ নামের এই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এরই মধ্যে করোনাভাইরাসের সংক্রমন নিয়ে বেশ কয়েকদফায় বাকযুদ্ধে জড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীনের এক শীর্ষ কর্মকর্তা টুইটারে দাবি করেন, গত বছর উহানে আসা মার্কিন সেনাদের মাধ্যমেই ছড়িয়েছে এ ভাইরাস। অপরদিকে অনেক মার্কিন বিশেষজ্ঞ এই ভাইরাস তৈরি করে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনে চীনের বিরুদ্ধে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েক দফায় অফিসিয়াল ব্রিফিংয়ে করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily